পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথের কথা । তবে আমার দুঃখ কিসের • আমার অভাই , আমার কিসের কামন, যে তাহ লাভে সফল হইয়া দুঃখনিবারণ করিব ? আমার কাম্য বস্তু কি ? বুবিয়ছি। আমার কাম্য বস্তুর অভাবই আমার দুঃখ। আমি বুঝিয়াছি, যে সকলই অসার। তাই আমার কেবল দুঃখ সার । -پسرچم: চতুর্থ পরিচ্ছেদ । किछू कांभा कि भूजिब्रा *ाहे ना ? ७ई अनछ भश्मृji, श्रमृ१था ब्रङ्गब्रांख्रिमब्र, हेहांtऊ श्रांगांद्र ੰf যে সংসারে, এক একটি দুরবেক্ষণীয় ক্ষুদ্র কীট পতঙ্গ:জুনস্ত কৌশলের স্থান, অনন্ত জ্ঞানের ভাণ্ডার, যে জগতে পথিন্থ ੇ কার এক এক কণা, অনস্তরত্নপ্রভব নগাধিরাজের ভগ্নাং সে জগতে কি আমার কাম্য বস্তু কিছু নাই । দেখ, */ কোন ছার । টিওল, হক্সলী, ডার্বিন, এবং লারল এক আননে বসির যাবজ্জীবনে ঐ ক্ষুদ্র নীহারবিন্দুর, ঐ বালুকাকণার, বা ঐ শিরালকাটাফুলটির গুণ বর্ণনা করিয়া উঠিতে পারেন না— তবু আমার কাম্য বস্তু নাই ? আমি কি ? দেখ, এই পৃথিবীতে কত কোটি মনুষ্য আছে, তাহ কেহ গণিয়া সংখ্যা করে নাই। বহু কোটি মহুষ্য সন্দেহ নাই। ট্রহার এক একটি মনুষ্য, অসংখ্য গুণের আধার। সকলেই , প্রীতি, দয়া, ধৰ্ম্মাদির আধার—সকলেই পূজ্য, সকলেই অহরণীয়। আমার কাম্য কি কেহ নাই ? আমি কি ? • h মার এক ব্লাঞ্ছনীয় পদার্থ ছিল—আজিও আছে। ঞ্জিলে বাগন পুর্ণ হইবার নহে। পূর্ণ হইবার নছে, বলিয়া