পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২ রজনী । বুৰিতে পারলাম-রজনীকে আমি বিবাহ কৰিলে ঘরের বিষয় ঘরে থাকিবে। আমাকে অন্ধ পুষ্পনারীর কাছে বিক্রর করিয়া, পিতা বিক্রয়মূল্যস্বরূপ হৃত সম্পত্তি পুনঃপ্রাপ্ত হইবেন। শুনিয়া হাড় জলিয়া গেল । - রাজচন্দ্রকে বলিলাম, “ তুমি এখন যাও। কৰ্ত্তার সঙ্গে আমার সে কথা হইবে।” .. আমার রাগ দেখিয়া, রাজচন্ত্র পিতার কাছে গেল। সে कि বসিল বলিতে পারি না । পিতা তাহাকে বিদায় দিয়া, , আমাকে ডাকাইলেন । - তিনি আমাকে নানা প্রকারে অনুরোধ করিলেন,—রজনীকে বিবাহ করিতেই হইবে । নহিলে সপরিবারে নারা যাইব— ज्वाइँद কি ? তাহার দুঃখ ও কাতরতা দেখিরা, আমার দুঃখ इहेल ना । १फ़ ब्रा१ श्हेन । श्रमि ब्रां* दब्रिग्न कशिग्ना গেলাম । - পিতার কাছে হইতে গিয়া, আমার মার হাতে পড়িলাম। পিতার কাছে রাগ করিলাম, কিন্তু মার কাছে রাগ করিতে •ालिम मा–उँोक्षज्ञ 5एक्रङ्ग छल अमङ् इङ्ग्रेल । (नशान হইতে পলাইলাম । কিন্তু আমার প্রতিজ্ঞ। স্থির রহিল—ঘে রঞ্জনীকে দয়া করির গোপালের সঙ্গে বিবাহিন্ত করিবার উদ্যোগ করিরছিলাম—আজি তাহার টাকার লোতে তাছাকে স্বয়ং বিবাহ করিব ? - বিপদে পড়ির মনে করিলাম, ছোট মার সাহায্য লইব । গৃহের মধ্যে ছোট মাই বুদ্ধিমতী। ছোট মার কাছে গেলাম। , - “ছোট মা, আমাকে কি রজনীকে বিবাহ করিতে হইবে ? আমি কি অপরাধ করিয়াছি।” . . ছোট মা চুপ করিয়া রছিলেন।