পাতা:রত্নাবলী নাটক.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ8 রত্নাবলী নাটক । সাগরিককে মহারাজই বা কি করে দেখবেন, আর বহুভূতি পূৰ্ব্বে যাকে কখনও দেখেন নি, তিনিই বা কি করে তাকে চিনতে পারবেন ? ( হাসিয়া ) এখন দেবীতে ওঁকে ভগিনী বোলে জানতে পেরেছেন, এখন ভগিনীর প্রতি দেবীর যা কৰ্ত্তব্য দেবী তা করুন। বাস — সম্মিত ) অমাত্য-মহাশয়, স্পষ্ট করেই বলুন না কেন “রত্নাবলীকে তুমি এইবার মহারাজের হাতে সমর্পণ কর” । বিদু।—দেবি, আপনি অমাত্যের মনের ভাব ঠিকৃই বুঝেচেন । বাস —(হস্তদ্বয় প্রসারণ করিয়া ) এসে রত্নাবলী এসো। তুমি আর আমার সপত্নী নও—তুমি এখন আমার ভগিনী, এসে । (স্বকীয় আভরণে সাগরিকাকে ভূষিত করিয়া এবং তাহার হস্ত ধারণ পূৰ্ব্বক, রাজার সমীপে আগমন ) মহারাজ, এই নেও, রত্নাবলীকে তোমার হাতে সমর্পণ করলেম । রাজা –(সহৰ্ষে হস্ত প্রসারণ করিয়া) দেবীর প্রসাদ কেনা সাদরে গ্রহণ করে ? ( সাগরিকাকে গ্রহণ ) বাস —দেখ মহারাজ, এর জ্ঞাতি-কুটুম্ব দূরদেশে আছেন, এর প্রতি এরূপ ব্যবহার করবে যাতে উনি তাদের স্মরণ করবার অবসর পর্য্যন্ত না পান । রাজা – দেবীর আজ্ঞা শিরোধাৰ্য্য! বিদূ –( সহৰ্ষে নৃত্য ) হি হি হি হি ! মহারাজের জয় হোক ? এতক্ষণে সমস্ত পৃথিবীটা সখার হস্তগত হল। বস্থ –রাজকুমারি, দেবী বাসবদত্তাকে প্রণাম কর। রত্নাবলী –( তথা করণ) বান্দ্ৰ —দেবি । যথার্থই আপনি দেবী শব্দের বাচ্য }