পাতা:রত্নাবলী নাটক.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ゲ রত্নাবলী নাটক । করচে—জার, নৃত্য করতে করতে চারিদিকে ঘোরতর গর্জন করচে। মাদলের উদাম বাদ্য-নিনাদে রথ্যা-মুখ মুখরিত— বিকীর্ণ আবীর চুর্ণে দিগৃদিগন্ত আচ্ছন্ন—এই সমস্ত মিলে মদনোৎসবের কেমন অপূৰ্ব্ব শোভা হয়েছে ! • বিকীর্ণ আবীর-চুর্ণে আহা যেন অরুণ উদয়, কুস্কুমের-চুর্ণে দেখ পীতবর্ণ চারিদিকময় । স্বর্ণ আভরণ-আভা “কিঙ্কিরাত”পুষ্প ফুটে কত, গুচ্ছ-গুচ্ছ-পুষ্প-ভারে তরুশির কিবা অবনত । বেশ দেখি হয় মনে কুবের-ভাণ্ডার যেন মানে পরাজয় । জন-পবিচ্ছদ সব খচিত কাঞ্চন-দ্রবে পীতবর্ণময় । —কৌশাম্বে অপূৰ্ব্ব হেন শোভার উদয় ॥ অপিচ ঃ– ধারাবন্ত্র হতে মুন সমুদায় জলরাশি চারিধার করয়ে প্লাবন, খোলতে আবীর-খেলা পদ-বিমৰ্দ্দনে সদ্য কৰ্গমিত গৃহের প্রাঙ্গন। উদাম প্রমদ যত তাদের কপাল বাহি পড়ে ঝরি সিন্দুরের জল, তাহে পদ হয়ে সিক্ত সিন্দর করিয়া তোলে সমুদয় কুটিমের তল। বিদু।– দেখিয়।) আবার ঐ দেখু মহাবাজ, রসিক মাগরের