পাতা:রত্নাবলী নাটক.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রত্নাবলী নাটক । ويج হেলায় যাইছে চলি আঙটা-ঘুঙ্গুরগুলি বাজে তার পায় । ভয়াকুলা নারীগণ, অশ্বপাল পথে আসি পিছে পিছে ধায় । বানরটা খেয়ে তাড়া ভয়ে ভয়ে দেখ অবশেষে লঙ্ঘিয়া হুয়ার সব নুপের মন্দিরে আসি পশে ॥ ( নেপথ্যে পুনৰ্ব্বার ) অন্তঃপুরে ক্লাবগণ যাদের গণেনা কেহ মনুষ্য বলিয়া পলায় প্রাণের ভয়ে না মানি শরম-লজ্জা উলঙ্গ হইয়া । বামন সে ভয়ত্রীসে কফুকী-কষ্ণুক-মাঝে প্রবেশি লুকায়, কিরাত সীমাস্তুৰালী স্বনাম সার্থক করি তারাও পলায় । কুজগণ নীছু হয়ে গুড়ি-গুড়ি ষায় চোখে পড়ে পাছে তার—এই আশঙ্কায় ॥ সুসং – কৰ্ণপাত করিয়া, সন্মুখে অবলোকন করিয়া, ব্যস্তসমস্ত হইয়া উঠিয়া, সাগরিকার হস্তধারণ পূৰ্ব্বক) সখি ওঠে ওঠে, ঐ দেখ, দুষ্ট বানরটা এই দিকে আসচে। সাগ।—এখন তবে কি করা যায় ?