পাতা:রত্নাবলী নাটক.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ष्ट्रि ठीश्न अङ्क । vGAL বিদু।–আচ্ছ এই শ্লোকটির অর্থ কি বলুন দিকি মহারাজ ? রাজা । -দেখ বয়স্য, কোন পূর্ণ-ধোবনা রমণী নিজ প্রিয়তমকে লাভ করতে না পেরে, জীবনে উদাসী হয়ে এই কথা বলেছে । বিদু।–(উচ্চ হাস্য করিয়l ) বাকা কথাটা একটু সোজা করেই বলুন না যে “আমাকে লাভ করতে না পেরে” । নৈলে এমন আর কে আছে যার চিত্র দেখে মদন বলে ভ্রম হতে পারে ? (হাতে তালি দিয়া উচ্চ হাস্য ) রাজা –(উদ্ধে অবলোকন করিয়া ) দূব মুখ, হাহ করে হেসে বেচারা পাখিটিকে উড়িয়ে দিলে—ঐ দেখ উড়ে কোথায় চলে গেল । বিদু ---(দেখিযা ) কোথায় আর যাবে, ঐ কদলী-কুঞ্জে নিশ্চয় গেছে—৩ চলুন মহারাজ, ঐ দিকে যাওয়া যাক । ( পরিক্রমণ । ) দৃশ্য —কদলী-কুঞ্জ। झांख्मी | হৃদে ধরি দুর্শিবার মদন-সন্তাপ কামিনী বলে গো যাহ নিজ সখীজনে, শুক, শিশু, সারী পুন করে তা’ আলাপ —ভাগ্যবান হয় ধন্য শুনিয়। শ্রবণে ॥ বিদূ ।--এই কদলী-কুঞ্জ, আমুন আমরা প্রবেশ করি । (উভয়ের প্রবেশ ) বিদু।-দেখুন মহারাজ, সেই সারিকাটার অন্বেষণ করে আর কি হবে, আমুন এই কদলী-তলার শিলাতলে বসে একটু বিশ্রাম &