পাতা:রত্নাবলী নাটক.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

फूडैौब्र श्रक । 3 సె আসবার সময়, চিত্রশালার ছয়ারের কাছে বসন্তক ও স্বসজতার কথাবার্তা শুনতে পেলেম । মঙ্গ।—(সকৌতুকে ) কিসের কথাবার্তা সখি ? কাঞ্চ । —বসন্তক সুসঙ্গতাকে বলছিল “দেখ সুসঙ্গত, সাগরিক ছাড়া মহারাজের আর কোন অসুখের কারণ নেই—এখন কিসে তার প্রতিকার হতে পারে ভেবে দেখ দিকি ৷” মদ। —তাতে সুসঙ্গতা কি বলে ? কাঞ্চ ।—তাতে সে এই কথা বল্পে “রাণী-ঠাকরণ চিত্রফলকের ব্যাপারে, নিতান্ত ভীত হয়ে, সাগরিককে আমার হাতে সমর্পণ করেছেন ; আর, আমাকে খুলি করবার জন্ত আপনার কাপড়চোপড়ও দান করেছেন। এখন, রাণী-ঠাকরণের বেশে সাগরিকাকে সাজিয়ে, আর আমি কাঞ্চনমালার বেশ পরে’, আজি সন্ধ্যার সময় সাগরিককে রাজার কাছে নিয়ে যাৰ ঠিক্‌ করেছি—আর আপনিও এইখানে আমাদের জন্ত অপেক্ষা করে থাকৃবেন। তার পর, মাধবীলতা-মণ্ডপে তার সঙ্গে মহারাজের মিলন হবে” । মদ।—দ্যাথু মুসঙ্গতাতুই ভারি খারাপ, ঠাকরণ আমাদের এত ভাল বাসেন,-আর, তুই কি না তাকে এই রকম করে ঠকাচ্চিস । কাঞ্চ ।-ওলো মদনিক, তুই এখন কোথায় যাচ্চিস বল দিকি ? মদ।—মহারাজের অস্থখ করায় তুমি তার কুশল সংবাদ জানতে গিয়েছিলে—কিন্তু তোমার এত বিলম্ব দেখে, দেবী আবার আমাকে তোমার কাছে পাঠিয়ে দিলেন। কাঞ্চ ।-ঠাকরণের মন বড়ই সরল যে তিনি এ কথায় এখনও বিশ্বাস করচেন। ( পরিক্রমণ করত অবলোকন করিয়া ) এই যে ! R