পাতা:রত্নাবলী নাটক.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

愈8 রত্নাবলী নাটক । রাজা –(সহৰ্বে চতুর্দিক অবলোকন করিয়া) সখা তুমি ঠিক লক্ষ্য করেছ। তাই বটে — প্রথমে পূরব দিক্‌, পরে পরে অন্ত দিক-চয়, ক্রমে গিরি, তরু, পুরী, —আচ্ছাদন করি সমুদয় হর-কণ্ঠ হাতি-হর মহা ঘোর অণধার গহন ক্রমে হয়ে গাঢ়তর লোক-দৃষ্টি করিল হরণ ॥ সখা, এখন আমাকে পথ দেখিয়ে নিয়ে চল। বিদূ —এইদিক দিয়ে মহারাজ এইদিক দিয়ে। (পরিক্রমণ। ) বিদু।—(নিরীক্ষণ করিয়া) দেখুন মহারাজ, ঐ যেখানে মেলাই গাছ-পালায় অন্ধকারের পিণ্ডি পাকিয়ে আছে, ঐটি বোধ হয় ‘মকরন্দ” উদ্যান—কিন্তু এখন অন্ধকারে পথ কিছুই লক্ষ্য হচ্চে না । রাজা –(গন্ধ আঘ্ৰাণ করিয়া ) সখা তুমি আগে আগে চল—এ পথ আমার বেশ জানা আছে। এই সেই চম্পকের শ্রেণী, এই সে সুন্দর সিন্ধুবার, নিবিড় বকুল-বীৰ্থী, এই তো সে পাটলের সার।