পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १४ ) পিনহ চারু নীল বাস, হৃদয়ে প্রণয় কুসুম রাশ, স্তরিণ নেত্ৰে বিমল হাস, কুঞ্জ বনমে আ ও লো । ঢালে কুসুম স্থরভ-ভার, চালে বিহগ স্থর ব-সার, ঢালে ইন্দু অমৃত ধার বিমল রজত ভাতিরে । মন্দ মন্দ ভঙ্গ গুঞ্জে, অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে, ফুটল সজনি পুঞ্জে পুঞ্জে বকুল যুথি জাতিরে ॥ দেখলে সখি শ্যামরায়, ল মনে প্রেম উথল যায়,