পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १२ ) হৃদয় আমার আকুল হল, নয়ন আমার মুদে এল, কোথা দিয়ে কোথায় গেল সে ৭ ; ভৈরবী এক তাল । ফুলটি ঝরেগেছেরে । বুঝি সে উষার অালে। উমার দেশে চলে গেছে । মুদিয়া আণখিটি সারাদিন একৃলা ব’সে গান গাহিতেছে । প্রতিদিন দেখৃত ঘারে আর ত তারে দেখতে না পায়, তবু সে নিত্যি আসে গাছের শাথে, সেই থেনেতেই ব’সে থাকে, সারা দিন সেই গানটি গায়, সন্ধে হলে কোথায় চলে যায় । ৭৬ ৷