পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( レ8 ) বাজবে নুপুর রুণুবুহু বাজবে বাশি মধুর বোলে। বনফুলের গাথুব মালা পরিয়ে দেব শু্যামের গলে ॥ ৭৮ ৷৷ মূলতান । আড়খেমটা । বুঝি বেল বহে যায় । কাননে আয় তোরা অায় । আলোতে ফুল উঠল ফুটে ஆ" ছায়ায় ঝরে পড়ে যায় । সাধ ছিলরে পরিয়ে দেব মনের মতন মালা গেীথে, কই সে হল মালা গাথা, কই সে এল হায় ! যমুনার ঢেউ যাচ্চে বয়ে বেলা চলে যায় ॥ ৭৯ ৷৷