পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( من ما ) ঝির্কিট খাম্বাজ । আড়খেমটা । বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা আজ কি সাজে । মান অভিমান ভাসিয়ে দিয়ে চল চল কুঞ্জমাঝে ! আজ কোকিলে গেয়েছে কুহু মুহুমুহ, কাননে ঐ বাশি বাজে । আজ মধুরে মিশাবি মধু, পরীণ বঁধু চাদের আলোয় ঐ বিরাজে ॥ ৮১ ৷ মিশ্র পূরবী । একতাল।। মরিলে মরি, অামায় বঁশিতে ডেকেছে কে । ।