পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( bుసె ) কালে কেশ উড়িল আকাশে, রবি সোম লুকাল তরাসে ! রাঙা রক্ত ধারা ঝরে কালে অঙ্গে, ত্রিভুবন কাপে ভুরুভঙ্গে ! ৮৫ ৷ কীৰ্ত্তনের সুর । আমারে, কে নিবি ভাই, সঁপিতে চাই আপনারে! আমার এই মন গলিয়ে কাজ ভুলিয়ে সঙ্গে তোদের নিয়ে যা”রে । তোরা কোন রূপের হাটে, চলেছিস ভবের বাটে, পিছিয়ে আছি আমি আপন ভারে, তোদের ঐ হাসিখুসী দিবানিশি দেখে মন কেমন করে ! আমার এই বাধা টুটে নিয়ে যা লুটেপুটে, পড়ে থাক মনের বোঝা ঘরের দ্বারে ।