পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এর', ( २२ ) জেগে থাক, জেগে থাক, বয়ষের সাধ নিমেষে মিলায় ! ৮৯ } পিলু বারোয়। আড়খেমটা। পরকে আপন করে, আপনার পর, বাহিরে বঁশির রবে ছেড়ে যায় ঘর । ভালবাসে সুখে দুখে ব্যথা সহে হাসিমুথে, মরণেরে করে চির-জীবন-নির্ভর ! So I বিবিটি থাম্বাজ । একতালা । বাজিবে, সখি, বাঁশি বাজিবে। হৃদয়রাজ হৃদে রাজিবে। বচন রাশি রাশি, কোথা যে যাবে ভাসি, অধরে লাজ হাসি সাজিবে ! নয়নে অ’াথিজল করিবে ছল ছল, সুখ বেদন মনে বাজিবে।