পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( so ) রাজ। প্রজা হবে জড়, থাকবে না আর ছোট বড়, । একই স্রোতের মুখে ভাসবে সুখে বৈতরণীর নদী বেয়ে ! হারবোল, হরিবোল্‌ ! ৯৩ ৷ গৌরী। কাওয়ালি। আমি নিশিদিন তোমায় ভালবাসি তুমি অবসর মত বাসিয়ে ! আমি নিশিদিন হেথায় বসে অাছি তোমার যথন মনে পড়ে আসিয়েt ! অামি সারানিশি তোম। লাগিয়৷ রব? বিরহ শয়নে জাগিয়া, তুমি নিমেষের তরে প্রভাতে cmび所 মুখপানে চেয়ে হাসিয়ো ।