পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( $ ०७ ) তোমার কথা বলতে কবির কথা ফুরালো। যে মূৰ্ত্তি নয়নে জাগে সবই আমার ভাল লাগে, কেউবা দিব্যি গৌরবরণ কেউবা দিব্যি কালে । ১০ ৫ ! কানাড় । কাওয়ালি । আমার পরাণ লয়ে কি থেলা খেলাবে, ওগো পরাণ-প্রিয় ! কোথা হতে ভেসে কূলে লেগেছে চরণ মূলে, তুলে দেখিয়ো । এ নহে গো তৃণ দল ভেসে-আসা ফুল ফল, এ যে ব্যথা ভরা মন, মনে রাথিয়ে । কেন অাসে কেন যায় কেহ না জানে, কে বা আসে কার পাশে কিসের টানে !