পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ) oసి ) গোপন হৃদয়ে পশি কুহক আসন পাতি। মোরা মদির তরঙ্গ তুলি বসন্ত সমীরে, দুরাশা জাগায় প্রাণে প্রাণে আধ তানে ভাঙ্গ গানে ভ্রমর গুঞ্জরাকুল বকুলের পাতি । নরনারী হিয়া মোরা বাধি মায়। পাশে কত ভূল করে, তারা কত কাদে হাসে । মায়া করে ছায়া ফেলি মিলনের মাঝে, আনি মান অভিমান, বিরহী স্বপনে পায় মিলনের সার্থী । চল সখি চল, কুহক স্বপন থেল খেলাবে চল । নবীন হৃদয়ে রচি নব প্রেম ছল প্রমোদে কাটাব নব বসন্তের রাতি ॥ ১০৮ ৷