পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১১৩ ) বাহার । ফের তা । (প্রশ্নোত্তর) ১ । সখি, সাধ করে যাহা দেবে তাই লইব । ২ । আহা মরি মরি সাধের ভিখারী তুমি মনে মনে চাহ প্রাণ মন । ১। যদি দাও ফুল শিরে তুলে রাখিব । R | দেয় যদি কাটা ? Y | তাও সহিব ! । ২ । আহা, মরি মরি, সাধের ভিখারী তুমি মনে মনে চাহ প্রাণ মন । ১ । একবার চাও যদি মধুর নয়ানে, অ*াখি সুধা পানে চির জীবন মাতি রহিব ! ২ । যদি কঠিন কটাক্ষ মিলে ? ১ । তাও হৃদয়ে বিধায়ে চির জীবন বহিব ! b’