পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( داد » ( যেন কোন গানের স্বরে শ্রবণ আছে ভরে, যেন কোন চাদের আলোর মগ্ন হয়েচে । সকলে । সে জন কে সখি বোঝা গেছে । ১১২ ৷ মিশ্র মোল্লার। রূপক। এমন দিনে তারে বলা যায়। এমন ঘন ঘোর বরিধায় ! এমন মেঘ স্বরে বাদল ঝরঝরে তপনহীন ঘন তমসায়, এমন দিনে মন খোলা যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিতৃত নির্জন চারিধার ! দুজনে মুখোমুখী গভীর দুখে দুখী