পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ) > ఆ ) আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি অার । সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব, কেবল অর্ণ খি দিয়ে অ*াথির সু ধ। পিয়ে হৃদয় দিয়ে হৃদি-অনুভব, জগতে মিশে গেছে আর সব । তা হাতে এ জগতে ক্ষতি কার ! নামাতে পারি যদি মনোভার ! এক দী গু হু কোণে শ্রাবণ বরিষণে হু’ কথা বলি যদি কাছে তার, তাহাতে আ সে যাবে কি বা কার !