পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ১১৭ ) আছে ত তার পরে বারে মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুখ শোক, সে কথা কোন থানে পাবে নাশ, জগত চলে যাবে বা রোমাস । ব্যাকুল বেগে আজি বহে বৰ্ণয় বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমন ঘনঘোর বরিষায় ॥ ১১৩ ৷৷