পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১২১ ) আপন থাকি ভাসিবে মাথি আকুল নীরে ; ঝরণা সম জগত মম ঝরিবে শিরে । তাহার ৰাণী দিবে গো আনি সকল বাণী বহিয়া ; পাগল করে দিবে সে মোরে চাহিয়া ॥ ১১৪ ৷ কীৰ্ত্তনের সুর। রূপক । খাচার পার্থী ছিল সোনার খাচাটিতে বনের পার্থী ছিল বনে । একদা কি করিয়া মিলন হল দোহে কি ছিল বিধাতার মনে । বনের পাখী বলে খাচার পার্থী ভাই বনেতে যাই দোহে মিলে,