পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ( ১৩১ ) মায়ার তরণী বাহিয়া যেন গো ; : মায়াপুরী পানে ধাও ! ". . কোন মায়াপুরী পানে ধাও ॥ ১২৪ । । দেশ। একতাল। । (কথোপকথন ।) ১। দে লো সধি দে, পরাইয়া চুলে সাধের বকুল ফুল হার ! আধফুটে জুইগুলি যতনে অনিয়। डूलेि দেলো দেলো ফুলময় সাজে । সাজায়ে আমারে সখি আজ ! । তুলে দেলো চঞ্চলকুন্তল কপোলে পড়িছে বারবার। ২। আজি এত শোভা কেন,আননে বিবশ হেন, বিৰাধরে হাসি নাহি ধরে লাবণ্য বরিয়া পড়ে ধরাত্তলে ।