পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(sشد ) আজি বসন্ত রাতে পূর্ণিমা চন্দ্র করে, দক্ষিণ পবনে প্রিয়ে, । সাজীব তোমারে হে ফুল দিয়ে দিয়ে ॥ ১২৮ ৷ নট । চৌতাল । মন জানে মনোমোঙ্কন অাইল, মন জানে সখি ! তাই কেমন করে আজি আমার প্রাণে । তারি সৌরভ বহি বহিল কি সমীরণ আমার পরাণ পানে ॥ ১২৯ ৷ জয় জয়ন্তী। ধামার । নহিয়া কঁাপিছে সুখে কি দুখে সখি, কেন নয়নে আসে বারি। আজি প্রিয়তম আসিবে মোর ঘরে, ৰল কি করিব আমি সখি !