পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( כסצ ) । ं शेिथ् । একতাল। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা अश्वांश- - তটিনী হিল্লোল তুলে কল্পোলে চলিয়া যায়। পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহু কুহু কুহু গায়— । কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়! : 9tיל বাহার। কাওয়ালী। হায়রে সেইত বসন্ত ফিরে এল, & হৃদয়ের বসন্ত ফুরায় !" সব মরুময়, মলয় অনিল এসে কেঁদে শেষে । - ফিরে চলে যায় ! কত শত ফুল ছিল হৃদয়ে, ঝরে গেল, আশালতা শুকাল, পার্থীগুলি দিকে দিকে চলে যায়। শুকান পাতায় ঢাকা