পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলি, সখি, দূরে, পাতার আড়ালে সাজের তারা মুখানি দেখিতে চায় । বায়ু, দূর হতে আসিয়াছে – যত ভ্রমর ফিরিছে কাছে, কচি কিশলয় গুলি রয়েছে নয়ন তুলি, তুই ফুটিবি সখি কবে ? ১৫৩ ৷ বেহাগ । খেমটা । বলি, ও মামার গোলাপ বালা, বলি, ও আমার গোলাপ বালা, তোল’ মুখানি, তোল’ মুখানি, কুসুম কুঞ্জ কর আলো । কিসের সরম এত ? কিসের সরম এত ? '