পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কেন কাছে আস, কেন মিছে হাস, কাছে যে আদিত সে ত আসিতে না চার। সুখে আছে যারা, সুখে থাক তারা, . সুখের বসন্ত সুখে হোক সার, ফুথিনী নারীর নয়নের নীর স্বর্থীজনে যেন দেখিতে না পায় । তার দেখেও দেখে না, তারা বুঝেও বুঝে না, তারা ফিরে ও না চায় । ১৬১ ৷ সোহিনী। থেমটা । চাদ হাস হাস ! হার হৃদয় দুটি ফিরে এসেছে ! কত দুখে কত দূরে অর্ণধার সাগর ঘুরে সোণার তরণী দুটি তীরে এসেছে।