পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিলন দেখিবে বলে । ফিরে বায়ু কুতুহলে, ல் চারিধারে ফুলগুলি ধিরে এসেছে। ১৬২ ৷ টোড়ি । বীপতাল । ছখের মিলন টুটিবার নয় । নাহি আর ভয় নাহি সংশয় । নয়ন সলিলে যে হাসি ফুটে গো রয় তাহ রয়, চিরদিন রয়। ১৬৩ ৷ দিজু কাফি। কাওয়ালি। ওই কথা বল সখি, বল আর বার, ভাল বাস মোরে তাঁহা বল বার বার ! কভবার শুনিয়াছি তবুও আবার স্বাচি, ভাল বাস মোরে তাহ বলগে আবার | ১৬৪০