পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ه به J প্রতিদিন প্রাতে শুনিয়া সে গান । t ধীরে ধীরে উঠ চাহি । - আজিও এসেছি চেয়ে দেখ দেখি, আর ত রজনী নাহি । । আজিও এসেছি উঠ উঠ সখি, আর ত রজনী নাহি । সখি-শিশিরে মুখানি মাজি, সথি—লোহিত বসনে সাজি, দেথ—বিমল সরসী অারসীর পরে অপরূপ রূপ রাশি । থেকে থেকে ধীরে হেলিয়া পড়িয়া নিজ মুখ ছায়া আধেক হেরিয়া, ললিত অধরে উঠিবে ফুটিয়া সরমের মৃদু হাসি ॥ ১৬৭ ৷