পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( , , , ) সরফর্দ । বীপতাল । ওকি সখা কেন মোরে কর তিরষ্কার ? একটু বসি বিরলে, কঁাবি যে মন খুলে তাতেও কি আমি বল করি তোমার ? মুছাতে এ অশ্রুবারি বলিনি তোমায়— এক্টু অাদরের তরে ধরিনি ত পায়— তবে আর কেন সখা এমন বিরাগ-সাথী দ্রুকুটি এ ভগ্নবুকে হাল বার বার ! জানি জানি এ কপাল ভেঙ্গেছে যখন অশ্রুবারি পরিবে না গলাভে ও মন— পথের পথিকে যদি মোরে হেরি যায় কঁাদি । তবুও অটল রবে হৃদয় তোমার। ১৬৮ ৷৷ ৰtহার । বীপতাল । গেল গেল নিয়ে গেল এ প্রণয় স্রোতে ! বা বন যাবনা করি—ভাসায়ে দিলাম তরী