পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

 বিজ্ঞাপন।

 শ্রীযুক্ত বাবু যোগেন্দ্রনারায়ণ মিত্র মহাশয় আমার কতকগুলি গান নানা খাতাপত্র হইতে উদ্ধার করিয়া "রবীচ্ছায়া" নাম দিয়া একটি গানের বহি করেন। সে জন্য পাঠকেরা না হউন আমি তাঁহার নিকট কৃতজ্ঞ আছি। সেই গ্রন্থ নিঃশেষ হইয়া গিয়াছে এবং ইতিমধ্যে অনেকগুলি গান নূতন রচিত হইয়াছে। এই কারণে নূতন পুরাতন সমস্ত গান লইয়া বর্ত্তমান গ্রন্থখানি প্রকাশ করিলাম।
 ইহার সহিত "বাল্মীকি-প্রতিভা" নামক একটি গীতিনাট্য সন্নিবেশিত করিয়া দেওয়া গেল। কবিবর শ্রীযুক্ত বিহারীলাল চক্রবর্ত্তী মহাশয়ের রচিত "সারদামঙ্গল" নামক কাব্য পাঠ করিয়া