পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হৃদয় কাননে ফুল ফুটাও । আধ নয়নে সখি চাও, চাও, . পরাণ র্কাদিয়ে দিয়ে হাসিানি হেস হে ৷১৭১৷৷ বেলোয়ার—কাওয়ালি । ওকি সখা মুছ অ’াখি আমার তরেও কাদিবে কি কে আমি বা, আমি অতি অভাগিনী, আমি মরি, তাহে দুখ কিবা ! পড়েছিমু চরণতলে, দ’লে গেছ দেখনি চেয়ে, গেছ গেছ’, ভাল, ভাল, তা হে দুখ কিবা । ১৭২ ৷ ভৈরবী । একতালা। সোনার পিঞ্জর ভাঙ্গিয়ে অামার প্রাণের পার্থীটি উড়িয়ে যাক্ । সে যে হেথা গান গাহে না, সে যে মোরে আর চাহে না,