পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s ) د طلا ) সরমের মেঘে ঢাকা বিধু মুখানি । মেঘ টুটে জ্যোংরা ফুটে উঠিৰে কিলো । তবে, ঘোমটা খোল, মুখটি তোল, । জাখি মেল লে। ১৮• । গোঁড় মল্লার। কাওয়ালি। গেল গো— । ফিরিল না, চাহিল না, পাষাণ সে, কথাটিও কহিল না, চলে গেল গো ! না যদি থাকিতে চায়, যাক যেথা সাধ যায়, একেলা আপন মনে দিন কি কাটিবে না ? তাই হোক্ হোক্ তবে, আর তারে সাধিব না ! চ’লে গেল গো ॥১৮১