পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(۹ود ) আন সখি বীণা আন, প্রাণ খুলে কর গান ৷ নাচ সবে মিলে বিরি বিরি বিরিয়ে, তবু প্রাণ কেন কাদেরে ? - বীণা তবে রেখে দে, গান তবে গাসনে, কেমনে যাবে বেদন f কাননে কাটাই রাতি, তুলি ফুল মালা গাথি, জোছনা কেমন ফুটেছে, তবু প্রাণ কেন কাদেরে ? ॥ ১৯• ॥ মিশ্র। খেম্টা। পুরাণে সে দিনের কথা ভুলবি কি রে হায় ! (ও সেই) চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায় । (भांश) আরেকটিবার আয়রে সখা, - প্রাণের মাঝে অায় । ।