পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(মোর) মুখের দুখের কথা কৰ, , প্রাণ জুড়াবে তায় । । (মোর) ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাশি গান গেয়েছি, বকুলের তলায়। মাঝে হল ছাড়াছাড়ি গেলেম কে কোথায়— (আবার) দেখা যদি হল সখা, প্রাণের মাঝে অtয় ॥১৯১ বেহাগ । খেম্টা। ও কেন চুরি ক’রে চায় ! তুকোতে গিয়ে ছাসি, হেসে পলায় ! বনপথে ফুলের মেলা,হেলে দুলে করে খেলা— চকিতে সে চমকিয়ে কোথা দিয়ে যায়। কি যেন গানের মত বেজেছে কানের কাছে,