পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( - 3 సె: ) মধু অধরের মধুর হাসি প্রাণে কেন বরষিল । দাড়িয়েছিলাম পথের ধারে সহসা দেখিলেম তারে, নয়ন দুটি তুলে কেন মুখের পানে চেয়ে গেল । ১৯৫ ॥ পিলু । খেম্ট । ও কেন ভালবাসা জানাতে আসে, ওলে সজান ! হাসি থেলিরে মনের সুখে ও কেন সাথে ফেরে অ*াধার মুথে দিন রজনী । ১৯৬ ৷ পিলু। কাওয়ালি । হ1 কে বলে দেবে সে ভাল বাসে কি মোরে ।