পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ર-ર ) বনে তোর পার্থী আছিল যত গাহিত কি তার মোদের মত এমন মধুর গান ? f. এমন মধুর তান ? কমল-করের করতালি হেন দেখিতে পেতিস কবে ? নাছ শু্যামা নাচ তবে । ২০৪ ॥ জয় জয়ন্তী। বীপতাল । সখি, আর কত দিন সুথহীন, শান্তিহীন, হাহা করে বেড়াইব, নিরাশ্রয় মন লয়ে ! পারিনে, পারিনে আর— পাষাণ মনের ভার বহিয়া পড়েছি, সখি, অতি শ্রান্ত ক্লান্ত হোয়ে । সম্মুখে জীবন মম ८इब्रि भक्लङ्घभि जब, নিরাশা বুকেতে বসি ফেলিতেছে বিষশ্বাস । ।