পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( RX o ) দুঃখ আছে কত, বিঘ্ন শত শত, জীবনের পথে সংগ্রাম সতত, চলিতে হইবে পুরুষের মত হৃদয়ে বহিয়া বল ভাই । আগে চল্ আগে চল্ ভাই ! দেখ যাত্রী যায় জয় গান গায় রাজপথে গলাগলি । ཝ་ আনন্দ স্বরে কে রয়েছে ঘরে কোণে করে দলাদলি । বিপুল এ ধরা, চঞ্চল সময়, মহাবেগবান মানব হৃদয়, স্বারা বসে আছে তারা বড় নয়, ছাড় ছাড় মিছে ছল ভাই । আগে চলু আগে চল ভাই !