পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २०२ ) ধূলিশয্যা ছাড়ি ওঠ ওঠ সবে, মানবের সাথে যোগ দিতে হবে, তা যদি না পার চেয়ে দেথ তবে ওই আছে রসাতল ভাই । আগে চলু আগে চলু ভাই ! ২১• । সিন্ধু । (তবু) পারিনে সঁপিতে প্রাণ । পলে পলে মরি সেও ভাল, সহি পদে পদে অপমান । আপনারে শুধু বড় বলে জানি, করি হাসাহাসি, করি কানাকানি, কোটরে রাজত্ব ছোট ছোট প্রাণী ধরা করি সরণ জ্ঞান ।