পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २२० ) থেকে না মগন শয়নে, থেকে না মগন স্বপনে । যায় লাজ ত্রাস আলস বিলাস কুহক মোহ যায় ঐ দূর হয় শোক সংশয় । দুঃখ স্বপন প্রায় । ফেল জীর্ণ চীর পর নব সাজ আরম্ভ কর জীবনের কাজ সরল সবল আনন্দ মনে । অমল অটল জীবনে । ২১৬ ॥ কাফি। কাওয়ালি। কেন চেয়ে আছ গো মা মুখপানে ! এরা চাহে না তোমারে চাহে না যে, আপন মায়েরে নাহি জানে ।