পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( * , ঐ লক্ষ লক্ষ যক্ষ রক্ষ ধেরি তামারে, । - - ঐ লই পট্ট কেশ, অট্ট অট্ট হাসেরে ; আরে বলুরে তাম মায়ের জয়, জয় चङ्ग, জয় জয় জয় জয়, छत्व জয়, জয় জয়, । আরে বল্রে শুীমা মায়ের জয়, জয় জয়। আরে বলুরে শ্যামা মায়ের জয় ৷ ২২৭। (গমনোদ্যম ও একটি বালিকার প্রবেশ) মিশ্ৰ মল্লার । বালিকা —ঐ মেঘ করে বুঝি গগনে । অর্ণধার ছাইল রজনী আইল, ঘরে ফিরে যাব কেমনে । চরণ অবশ হয়, শ্রান্ত ক্লাস্ত কায়,