পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

يواج ( . . ত্যজিয়া কমলাসনে, এসেছি ঘোর বনে, আমারে শুভক্ষণে হের গো চোখে। ২৬৯। বাকীকি।– (আমার) কোথায় সে উষাময়ী প্রতিমা ! তুমিত নহে সে দেবী, কমলাসন, কোরোনা অামারে ছলনা ! কি এনেছ ধন মান! তাহ যে চাহেনা প্ৰাণ ; দেবি গো, চাহিন৷ চাহিনী, মণিময় ধূলিরাশি চাহি না, তাহা লোয়ে স্বর্থী যাঁরা হয় হোকৃ—হয় হোকৃ— আমি, দেবি, সে সুথ চাহি না । - বাও লক্ষ্মী অলকায়, যাও লক্ষ্মী অমরায়, এ বনে এসন এসন,