পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( তা হ’লে যে আর কত্ত্ব উঠিতে নারিব थडू, ভূমিতলে চির দিন রব অচেতন। ২৭৪ । রাগিণী ইমন ভূপালি-তাল কাওয়ালি। এ কি এ সুন্দর শোভা, কি মুখ হেরি এ ! আজি মোর ঘরে আইল হৃদয়-নাথ, প্রেম-উৎস উথলিল আজি— বল হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার ? হৃদয় প্রাণ লহ লহ তুমি, কি বলিব, যাহা কিছু আছে মম, সকলি লও হে নাথ ॥২৭৫ গুজরাট ভজন-তাল একতালা । কোথা আছে প্রভূ ? এসেছি দীন হীন আলয় নাহি মোর অসীম সংসারে।