পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २v> ) অতিশয় বিজন এ ঠাই, কোলাহল কিছু হেথা নাই, হৃদয়ের নিভৃত নিলয় করেছি যতনে প্রক্ষালন। বাহিরের দীপ রবি-তারা ঢালে না সেথায় কর-ধারী, তুমিই করিবে শুধু, দেব, সেথায় কিরণ বরিষণ । দূরে বাসনা চপল, দূরে প্রমোদ কোলাহল, বিষয়ের মান অভিমান, করেছে সুদূরে পলায়ন । কেবল আনন্দ বসি সেথ, মুখে নাই একটিও কথা,