পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ، ، " " তোমারি সে পুরোহিত, প্রভূ, o করিবে তোমারি आब्राश्न, নীরবে বসিয়া অবিরল ৷ - - চরণে দিবে সে অশ্রুঞ্জল । ছয়ারে জাগিয়া রবে একা মুদিয়া সজল নয়ন। ২৭৯ রাগিণী ভৈরবী—তাল বীপতাল । মহা সিংহাসনে বসি শুনিছ হে বিশ্ব-পিতঃ, তোমারি রচিত চ্ছন্দ মহান বিশ্বের গীত । মর্ত্যের মৃত্তিকা হোয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লোয়ে আমিও দুয়ারে তব হ’য়েছি হে উপনীত । কিছু নাহি চাহি দেব, কেবল দর্শন মাগি, তোমারে শুনাব গীত এসেছি তাহারি লাগি গাহে যেথা রবি শশী, সেই সভা মাঝে বসি, একাস্তে গাহিতে চাহে এই ভকতের চিত । ২৭৯