পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- - * : তোমরা এসেছ তীরে, শূন্ত কি যাইবে ফিরে শেষে কি নয়ন নীরে ডুবিবে তৃষিত হ’য়ে, চিরদিন এ আকাশ নবীন নীলিমাময়, চিরদিন এ ধরণী যৌবনে ফুটিয়া রয় । সে আনন্দরস পানে চিরপ্রেম জাগে প্রাণে, দহেন সংসার তাপ সংসার মাঝারে র’য়ে। ৩.৯ ॥ রাগিণী রামকেলী—তাল কাওয়ালি। দাও হে হৃদয় ভরে দাও । তরঙ্গ উঠে উথলিয়া সুধাসাগরে সুধারসে মাতোয়ারা করে দাও। যেই সুধারস পানে ত্রিভুবন মাতে তাহা মোরে দাও । ৩১ 0 m রাগিণী আসাবরি টোড়ি—তাল তেওট । দিন ত চলি গেল প্রভু বৃথা, কাতরে র্কাদে হিয়া ।