পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন অহরহ হতেছে ক্ষীণ, । কি হল এ শূন্ত জীবনে । দেখাব কেমনে এই মান মুখ কাছে যা ব কি লইয়। প্ৰভু হে যাইবে ভয়,পাব ভরসা, তুমি যদি ডাক এ অধমে । ৩১১ ॥ রাগিণী টোড়ি — তাল বীপতাল তুথ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই কেন গো একেল ফেলে রাথ ! ডেকে নিলে, ছিল যার কাছে, তুমি তবে কাছে কাছে পাক’ ! প্রাণ করে। সাড়া নাহি পায়, রবি শশি দেখা নাহি যায়, এ পথে চলে ষে অসহায় তারে তুমি ডাক, প্রভু, ডাক ।