পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( والاها ) এ জীবন অ বহেলে অ’াধারে দিলু ফেলে, কত কি গেল চলে, কত কি যায় ! শোকে তাপে জরজর অসহ ষাতনায়, শুকায়ে গেছে প্রেম, হৃদয় মরু প্রায়— কাদিয়া হলেম সার, হয়েছি দিশাহার, । কোথাগো ধ্রুব তারা, কোথাগো হয়।৩১৮ । রাগিণী আশা ভৈরবী -ठाग ब्रि i বরিষ ধরা মাঝে শান্ত্রির বারি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাড়াইয়ে , উৰ্দ্ধমুখে নরনারী। . . . না থাকে অন্ধকার, না থাকে মোহ প । না থাকে শোক পরিতাপ । । হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি । ।