পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপদে সম্পদে থেকে না দূরে সতত বিরাজ হৃদয় পুরে— তোমাবিনে অনাথ बामि অতি হে। भित्इ আশা লয়ে সতত ভ্রান্ত, তাই প্রতিদিন হতেছি শ্রান্ত, , তবু চঞ্চল বিষয়ে মতি হে – নিবার’ নিবার’ প্রাণের ক্রনদন কাট হে কাট হে এ মায়া বন্ধন, রাখ রাখ চরণে এ মিনতি হে। ৩৩১ ৷ রাগিণী আলাইয়া—তাল আড়াঠেকা । 蠟 ংসারেতে চারিধার করিয়াছে অন্ধকার, নয়নে তোমার জ্যোতি অধিক ফুটেছে তাই। চৌদিকে বিষাদ ঘোরে বেরিয়া ফেলেছে মোরে তোমার আনন্দ মুখ হৃদয়ে দেখিতে পাই।