পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘পুৱাও পুস্থাও মনস্কাম”— · কাহারে ডাকিছে অবিশ্রাম । अ१itउद्र ऊांक्षांशैन ভাষা i oson 卑 রাগিণী আসাবরি—তাল কাওয়ালি । অনেক দিয়েছ নাথ, আমার বাসন তবু পুরিল না। দীন দশা ঘুচিল না অশ্রবারি মুছিল না, ; গভীর প্রাণের তৃষা মিটিল না মিটিল না । দিয়েছ জীবন মন প্রাণপ্রিয় পরিজন স্বধান্বিন্ধ সমীরণ, নীলকান্ত অম্বর শু্যাম শোভা ধরণী । এত যদি দিলে সখা আরো দিতে হবে হে, তোমারে না পেলে আমি ফিরিব না ফিরিব না। - -- | 998 ||